Monday , 6 May 2024
শিরোনাম

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

: জাতীয় সংসদের অধিবেশনে ভাষণ শেষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের ২১তম ও চলতি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন।

সংবিধান অনুযায়ী প্রতি বছর প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার অধিবেশনে ভাষণ শেষেই রাষ্ট্রপতি সরাসরি সাংবাদিক লাউঞ্জে যান। এ সময় তিনি প্রায় এক ঘণ্টা সাংবাদিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। আলাপচারিতায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার দীর্ঘ সংসদ জীবনের কথা উল্লেখ করেন।

২০১৩ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে তিনি জাতীয় সংসদের স্পিকার ছিলেন।

তিনি ১৯৭০ সালের নির্বাচনে গণপরিষদ সদস্য নির্বাচিত হন। এর পর থেকেই তার সংসদের সঙ্গে সম্পৃক্ততা ও সম্পর্ক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাত বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ সময়ে তিনি সংসদের স্পিকার, সংসদ উপনেতা, ডেপুটি স্পিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। যাদের সঙ্গে তিনি প্রথম সংসদে আসেন তাদের চারজন বর্তমানে সংসদ সদস্য (এমপি) হিসেবে আসেন বলেও তিনি এ সময় উল্লেখ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য (এমপি) এ বি এম ফজলে করিম চৌধুরী ও আতিউর রহমান আতিক।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আল রশিদ, সাধারণ সম্পাদক নাফিসা দৌল্লা, সাবেক সভাপতি আশিষ সৈকত, সাবেক সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী, বর্তমান সহ-সভাপতি মশিউর রহমান খানসহ অ্যাসোসিয়েশনের সদস্য ও সংসদ বিটে কর্মরত সাংবাদিকরা।

Check Also

টিভিএন২৪ টিভির সিনিয়র সাংবাদিক ও বিশেষ প্রতিনিধি শামীম আহমদ আমেরিকা থেকে কাতার আগমন উপলক্ষে মত বিনিময়ের আয়োজন করেছে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি৷

টিভিএন ২৪ টিভি কাতার প্রতিনিধি ই এম আকাশের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতি করেন বঙ্গবন্ধু পরিষদ কাতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x