Friday , 3 May 2024
শিরোনাম

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ১৪০০ পিস ইয়াবা বড়ি সহ ১ মাদক কারবারি গ্রেফতার।

সাতকানিয়া প্রতিনিধি ,মোহাম্মদ হোছাইন:

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১৪০০ পিছ‌ ইয়াবা বড়ি সহ ১ মাদক কারবারিকে গ্ৰেফতার করেছে।
থানা সুত্রে জানা যায় সাতকানিয়া থানার এস‌ আই মোঃ ছালামত উল্লাহ সঙ্গীয় ফোর্স সহ সাতকানিয়া থানাধীন সদর ইউপিস্থ ঠাকুরদীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করিয়া যাত্রীবাহী গাড়ী তল্লাশি করিয়া অদ্য ২৩ নভেম্বর রাত ৩.৩০ ঘটিকার সময় মাদক কারবারি ওবায়েছ প্রঃ কালাপুতু (২২)কে গ্ৰেপতার করা হয়। সে কক্সবাজার জেলার ঈদগাঁহ থানার ঈদগাঁহ ডালার মুখ এলাকার মৃত ছাব্বির‌ আহমদের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন।
এ সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং-২৮ তাং-২৩/১১/২২ইং ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x