Friday , 3 May 2024
শিরোনাম

সাবেক কর্মস্থলের অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতির স্ত্রী

সবাইকে চমকে দিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই নিজের সাবেক কর্মস্থল প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহধর্মিণী অধ্যাপক ড. রেবেকা সুলতানা।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৩টায় বনানী স্টার টাওয়ারস্থ আইকিইউসি হলে আলোচনা সভার আয়োজন করে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়।

নিজের কর্মস্থলের প্রতি ভালোবাসা ব্যক্ত করে অধ্যাপক ড. রেবেকা সুলতানা বলেন, ভেবেছিলাম কাউকে না জানিয়ে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে আসবো। সবাইকে সারপ্রাইজ দেব। কিন্তু তার আগেই সবাই আমার আসার খবর জেনে ফেলেছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. রায়হান আজাদ, নীতি ও উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সুজাদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইফ্ফাত জাহান ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী এ এস এম আরিফ। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুন্নবী মোল্লা।

আলোচনা শেষে অধ্যাপক ড. রেবেকা সুলতানাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টার পদ প্রস্তাব করলে তিনি এতে সদয় সম্মতি জ্ঞাপন করেন। এ সময় তিনি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থাকার কথা জানান।

Check Also

৯৭ হাজার শিক্ষক নিয়োগ: যত পদ শূন্য রয়েছে ততটা পছন্দ দিতে হবে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল–কলেজ–মাদ্রাসা–কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান) ৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগের আবেদনে পদ পছন্দের ক্ষেত্রে স্পষ্টিকরণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x