স্টাফ রিপোর্টার : মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক স্বর্ণ ব্যবসায়ী বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষিতা নিজেই মঙ্গলবার সিরাজদিখান থানায় মামলা করেছেন। রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। বুধবার (২০ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ওই প্রবাসীর স্ত্রীর নাম মারিয়াম মান্নান মুনা (৩৩) সে তিন মাসের অন্তঃসত্ত্বা মুনা সিরাজদিখান উপজেলার মালপদিয়া গ্রামের আব্দুল মান্নান বেপারীর মেয়ে। অভিযুক্ত মটু পাল (৪০) মুন্সিগঞ্জ জেলার রনছ রুহিতপুর হাওলাপাড়ার মৃত হরিপদ পালের ছেলে সিরাজদিখান উপজেলার ইছাপুরা চৌরাস্তার (জনৈক হযরত আলীর বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া), মন্টু পাল মারিয়াম মান্নান মুনার কাছ থেকে দেড় বছর পূর্বে ৫ ভরি স্বর্ণ ২ লাখ ৪৩ হাজার টাকা দাম নির্ধারণ করে। যার মধ্যে ৩০ হাজার টাকা নগদ প্রদান করে। বাকি টাকা পরে দিয়ে দিবে বলে অঙ্গীকার করে।
স্বর্ণ বিক্রির বাকি ২ লাখ ১৩ হাজার টাকা চাইলে মন্টু পাল মারিয়াম মান্নান মুনাকে টাকা দিতে নানা টালবাহানা করে সময়ক্ষেপন করিতে থাকে। গত মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকাল ৪টায় টাকা দেওয়ার কথা বলে উপজেলার নিমতলা মামনি প্লাজা নামের ভবনের পঞ্চম তলার নিয়ে যায়। একটি নির্জন কক্ষে মুনাকে জোরপূর্বক ধর্ষণ করে স্বর্ণ ব্যবসায়ী মন্টু পাল। মুনার ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে মন্টু পাল দৌড়ে পালিয়ে যায়। পরে ধর্ষিতা তার পরিবারকে জানিয়ে নিজেই বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজগর হোসেন জানান, মামলার বাদীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণের অভিযুক্ত আসামীকে ইছাপুরা তার ভাইয়ের বাসা থেকে আটক করা হয়। আসামীকে আদালতে পাঠানো হয়েছে।