Saturday , 18 May 2024
শিরোনাম

চাঁদপুরে ৩ শতাধিক দরিদ্র জেলে পেল প্রধানমন্ত্রীর উপহার

 ফরিদুল আলম রুপন: চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ শতাধিক দরিদ্র জেলেদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (শুকনো খাবার) বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সকালে চাঁদপুর স্টেডিয়ামে দরিদ্র জেলে মাঝে এ প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ। প্রধানমন্ত্রীর উপহার বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন। চাঁদপুরের প্রশাসনও সবসময়ই আপনাদের পাশে আছেন।

প্রধানমন্ত্রী সবসময়ই আপনাদের কষ্টের কথা ভাবেন, চিন্তা করেন এবং তার যথাযথ ব্যবস্থা করে থাকেন। আজকে তারই অংশ বিশেষ এ কার্যক্রম। জেলা প্রশাসক আরো বলেন, পুরো জেলাতে আমরা প্রায় ৭শতাধিক দরিদ্র জেলেদের মাঝে এই শুকনো খাবার বিতরণ করছি। এছাড়াও তাদের জন্যে বরাদ্দকৃত ৪০কেজি করে চালও আমরা দিচ্ছি।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের দলনেতা ওমর ফারুক।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী, তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল গাজী, হানারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাত্তার রাঢ়ী প্রমূখ।

প্রধানমন্ত্রীর উপহার (শুকনো খাবার) হিসেবে ছিলো মিনিকেট চাল ১০ কেজি, মসুরি ডাল ১কেজি, লবন ১কেজি, চিনি ১কেজি, চিড়া ২কেজি, তেল ১লিটার, নুডুলস ৫০০গ্রাম।

Check Also

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু

নরসিংদীতে আলাদা স্থানে বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x