Saturday , 18 May 2024
শিরোনাম

লোহাগাড়ায় কালবৈশাখী ছোবলে ব্যাপক ক্ষয়ক্ষতি।

মোঃ সেলিম উদ্দীন, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ।
বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার হতে কালবৈশাখীর তান্ডব শুরু হয়। তুমুল ঝড়ের কবলে পড়ে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়াসহ অনেক ঘর—বাড়ি
মুচড়ে ফেলে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপকভাবে। হঠাৎ ঝড়ে থমকে পড়ে জনজীবন।উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশতাধিক গাছ, বেশ কিছু বৈদ্যুতিক খুটি, বসতবাড়ি, আম ও লিচু বাগানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, কালবৈশাখী ঝড়ের কবলে উপজেলার কলাউজান তেইল্যাপুকুর এলাকায় গাছ উপড়ে দুমড়ে মুচড়ে গেছে সিএনজি অটোরিক্সা ও চরম্বা ইউনিয়নের টিনের তৈরি নাছির মোহাম্মদ পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু এ মৌসুমে জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ করেছেন।

Check Also

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু

নরসিংদীতে আলাদা স্থানে বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x