ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনো’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শোকবার্তায় সোনিয়া গান্ধী ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
সোনিয়া গান্ধীর মায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি।
সোনিয়া গান্ধীকে লেখা শোকবার্তায় শেখ হাসিনা বলেন, বাবা-মায়ের মৃত্যু আমাদের হৃদয়ে স্থায়ী শূন্যতা সৃষ্টি করে, যা অন্য কেউ পূরণ করতে পারে না। এসব ট্র্যাজিডি সত্ত্বেও আমাদের জীবন চলতে হবে। আমার দৃঢ় বিশ্বাস ম্যাডাম মাইনো’র শেখানো এবং রেখে যাওয়া মূল্যবোধ, স্নেহ, ভালোবাসা ও উত্তরাধিকার আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জন্য অনুপ্রেরণা ও শক্তির উৎস হয়ে থাকবে এবং আগামী দিনে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
সোনিয়া গান্ধীর মা পাওলা গত ২৭ আগস্ট ইতালিতে তাঁর বাড়িতে মারা যান। গত মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।