চাইথোয়াইমং মারমা , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলার ৩নং বাঃহাঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা নেতৃত্বে নেতাকর্মী ও এলাকাবাসীরা বাঃহাঃ সরকারী কলেজ গেইট সামনে লাইনে দাঁড়িয়ে সকলে জড়ো হয়। শনিবার (২১ মে ) সকাল ১০ টায় বাঃহাঃ সরকারী কলেজ গেইট সামনে ৩নং ইউপি চেয়ারম্যান আদোমং মারমা সহ স্থানীয় নেতাকর্মীরা ও এলাকাবাসী পক্ষ হতে পার্বত্য চট্টগ্রামের সকলে অভিভাবক পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী ও ৬ বারে এমপি , বান্দরবান কৃতি সন্তান বীর বাহাদুর মন্ত্রী কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সুত্রে জানা যায়, কাপ্তাই উপজেলায় ২নং রাইখালী ইউনিয়নের বড়খোলা, পাড়া কিয়াং প্রাচীর সহ কালর্ভাট ব্রীজ উদ্বোধন উদ্দেশ্য যাওয়া পথে বাঃহাঃ যাত্রা পথে বিরতি সময় মন্ত্রী সাথে দাঁড়িয়ে সৌজন্যে স্বাক্ষাত কথা বলেন এলাকাবাসীরা। এসময় উপস্থিত ছিলেন, ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আদোমং মারমা, জেলা ছাত্রলীগ সহ-সম্পাদক কাইয়ুম হোসেন মিরাজ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা সচিব জনি, ইউপি শাখা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক বিকাশ দে, কৃষকলীগ ইউপি শাখা সহ-সভাপতি অংথোয়াই মারমা, মংসাথোয়াই মারমা, মংঞোমং, জনপ্রতিনিধি ওর্য়াড মেম্বার ক্যচিংহলা মারমা, ইখ্যাইমং মারমা যুবলীগ নেতাকর্মী এবং চেয়ারম্যান সহধর্মিণী ক্রানুবাই চৌধুরী, মিনু মারমা কালাবী মারমা,রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মানবাধিকারকর্মী চাইথোয়াইমং মারমাসহ বিভিন্ন পেশা শ্রেনিজীবি এলাকাবাসীবৃন্দ।