স্বাধিকার আন্দোলন ও সশস্ত্র সংগ্রামের ইতিহাসে অমর হয়ে থাকবেন মোস্তফা মহসীন মন্টু
বাঙালির স্বাধিকার আন্দোলন ও সশস্ত্র সংগ্রামের অন্যতম সংগঠক, বিএলএফ এর কমন্ডার মোস্তফা মহসীন মন্টু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুব বাঙালি।
রোববার ( ১৫ জুন ২০২৫) সংগঠনের পক্ষ থেকে দেয়া এক শোকবার্তায় তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শোক বার্তায় বলা হয়, বাঙালির স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্র জীবন থেকেই সক্রিয় ছিলেন মোস্তফা মহসীন মন্টু। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬২ সালে গঠিত স্বাধীন বাংলা নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হন তিনি।
স্বাধিকার আন্দোলন ও সশস্ত্র সংগ্রামের ইতিহাসে ‘খসরু-মন্টু’ জুটির অবদান অনস্বীকার্য।
শোকবার্তায় আরো বলা হয়, সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা বিএলএফ এর কমাণ্ডার ছিলেন মোস্তফা মহসীন মন্টু। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাঙালির স্বাধীন আবাসভূমি বাংলাদেশের রাজধানী ঢাকায় সশস্ত্র সংগ্রামের দুর্গ গড়ে তুলতে তার ভূমিকা ইতিহাসে অমর হয়ে থাকবে।
শোকবার্তায় বলা হয়, স্বাধীন জাতি রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস আজও কুক্ষিগত হয়ে আছে। মোস্তফা মহসীন মন্টু’র মতো তৎকালীন ছাত্র-যুব সমাজের সংগঠকরা ইতিহাসের কাঙ্ক্ষিত স্থান থেকে বঞ্চিত হয়েছেন।
বাঙালির স্বাধিকার আন্দোলন ও স্বাধীন জাতি রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার সশস্ত্র সংগ্রামের প্রকৃত ইতিহাস রচনার মধ্য দিয়েই এই সব বীর সন্তানদের সম্মান জানানোর আহ্বান জানায় যুব বাঙালি।


















