Monday , 6 May 2024
শিরোনাম

১২৩৫ টাকার গ্যাসের সিলিন্ডার ১৪৫০ টাকা বিক্রি, দোকান সিলগালা

১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) অতিরিক্ত দাম রাখায় ‘আহমেদ এন্টারপ্রাইজ’ নামে একটি দোকান সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া একই অপরাধে চারটি দোকানের মালিককে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

তিনি বলেন, ১২ কেজি এলপিজি গ্যাসের সরকার নির্ধারিত দাম এক হাজার ২৩৫ টাকা। কিন্তু ‘আহমেদ এন্টারপ্রাইজ’ নামে ওই প্রতিষ্ঠানটিতে এক হাজার ৪৫০ টাকায় বিক্রি করা হচ্ছিল। এছাড়া ২৫ কেজির ক্ষেত্রে দাম দুই হাজার ৫৭১ টাকা হলেও দুই হাজার ৮০০ টাকা পর্যন্ত বিক্রি করেছে।

আব্দুল জব্বার বলেন, এসব অপরাধের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোকান বন্ধ করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির মালিক পরবর্তীসময়ে ছাড়পত্র নিয়ে দোকান চালু করতে পারবেন।

তিনি আরও বলেন, এছাড়া একই অপরাধে চারটি দোকানের মালিককে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গ্যাসের বাড়তি দাম নেওয়া প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

মো:আলরাজী(স্টাফ রিপোর্টার)

Check Also

টিভিএন২৪ টিভির সিনিয়র সাংবাদিক ও বিশেষ প্রতিনিধি শামীম আহমদ আমেরিকা থেকে কাতার আগমন উপলক্ষে মত বিনিময়ের আয়োজন করেছে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি৷

টিভিএন ২৪ টিভি কাতার প্রতিনিধি ই এম আকাশের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতি করেন বঙ্গবন্ধু পরিষদ কাতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x