মরক্কান উপকূল থেকে ১৮ অভিবাসীর মরদেহসহ ২০৩ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারের দাবি করেছে দেশটির নৌবাহিনী। সোমবার এমএপি নিউজ সংস্থা মরক্কো সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীর বরাত দিয়ে এমএপি জানায়, মে মাসের দ্বিতীয় সপ্তাহে ভূমধ্যসাগর এবং আটলান্টিক সাগরে অভিযান চালিয়ে এসব অভিবাসীদের উদ্ধার করা হয়। অভিবাসীদের মধ্যে মহিলাও রয়েছে এবং তারা অধিকাংশ সাব সাহারান এলাকার।
অভিবাসীরা হাতে বানানো নৌকা, জেট স্কি এবং কাউকে সাঁতার কাটা অবস্থায় উদ্ধার করা হয়। তারা ইউরোপের উদ্দেশ্য যাত্রা করছিল। উদ্ধার করার পর নৌকাতেই তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ইউরোপে পৌছার ক্ষেত্রে মরক্কো একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিণত হয়েছে। অভিবাসীরা প্রথমে মরক্কোতে আসেন পরে সেখান থেকে উন্নত জীবনের আশায় ইউরোপের দেশগুলোতে প্রবেশের চেষ্টা চালায়।