Friday , 26 April 2024
শিরোনাম

আগামী বছর থেকে শুরু হচ্ছে মেয়েদের আইপিএল

আগামী বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের পরপরই মেয়েদের আইপিএল শুরু হবে। এতদিন সংক্ষিপ্ত আকারে টুর্নামেন্ট হলেও এবার পূর্ণাঙ্গ লিগের প্রথম মৌসুম হবে বলে নিশ্চিত করেছে বিসিসিআই।

ভারতের রাজ্য সংস্থাগুলোকে পাঠানো এক চিঠিতে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘বহুল প্রতীক্ষিত নারী আইপিএল নিয়ে বিসিসিআই এখন কাজ করছে। আগামী বছরের শুরুর দিকেই আমরা এর প্রথম মৌসুম শুরু করার প্রত্যাশা করছি।’

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ইংল্যান্ডে টি-টোয়েন্টি ব্লাস্ট ও দ্য হানড্রেডে মেয়েদের জন্য পূর্ণাঙ্গ লিগ থাকলেও এত দিন ভারতের আইপিএলে সেটি হয়নি। ছেলেদের লিগে ১৫টি আসর হয়ে গেলেও এখন পর্যন্ত মেয়েদের ক্ষেত্রে চারটি মৌসুমে হয়েছে সংক্ষিপ্ত আকারে ‘উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’। ২০১৮ সালে হয়েছিল একটি ম্যাচ, এরপর ২০১৯, ২০২০ ও ২০২২ সালে হয়েছে তিন দলের টুর্নামেন্ট। মাঝে ২০২১ সালে আবার সেটিও হয়নি।

Check Also

বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান শেখ হাসিনা প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কে বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের হাসপাতাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x