আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ

অন্যান্য

নিজস্ব প্রতিবেদক :

“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ৪৮ জন বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কন্যা শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ)দুপুরে আরডিআরএস বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা কার্যালয় চত্বরে বিবিএফজি প্রজেক্ট এর আয়োজনে সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতা শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ,খাতা, ও নগদ ১ হাজার বিতরণকালে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল, বিবিএফ জি প্রজেক্ট এর উপজেলা সমন্বয়কারী ঝরনা বেগম বেগম, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।

এ সময় বক্তারা ফুলবাড়ী উপজেলাকে বাল্যবিবাহ রোধ করতে সকলের প্রতি আহ্বান জানান। সমাজের কল্যাণের জন্য নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার মত কন্যাশিশুদের এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *