Saturday , 18 May 2024
শিরোনাম

কুষ্টিয়ায় ভোররাতে কালবৈশাখী ঝড়ের তান্ডব!

কুষ্টিয়া প্রতিনিধিঃ কালবৈশাখী ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্থ হরিপুরের ঐতিহ্যবাহী শতবর্ষ বয়সী বাদুর ঝোলা বটগাছসহ এ অঞ্চলের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে ।
হরিপুরের স্থানীয় বাসিন্দারা জানান, শত বছর ধরে কয়েক হাজার বাদুরের নিরাপদ আশ্রয়স্থল হয়ে আসছিলো বাদুরতলা বটগাছটি। দূর দূরান্ত থেকে মানুষ আসতো ঐতিহ্যবাহী বটগাছটি এক নজর দেখার জন্য।
আজ ভোরের কালবৈশাখী ঝড়ের তান্ডবে বটগাছটি ক্ষতিগ্রস্থ হয়। বটগাছে বসবাস করা কয়েক হাজার বাদুরের নিরাপদ আশ্রয়স্থল ক্ষতিগ্রস্থ হওয়ায় বাদুরের আর্তনাদ চলছে সেখানে।
এদিকে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্থ হয়েছে কুষ্টিয়ার গ্রামঞ্চলের গাছপালা ঘরবাড়ি। কোথাও কোথাও বিদ্যুতের তারের উপর গাছ পড়ে গেছে, আবার কোথাও ঘরবাড়ির চাল উলটে গেছে।

Check Also

৩য় শ্রেণির দুই শিশুকে হাত, মুখ বেঁধে পাশ/বিক নির্যা/তন

লালমনিরহাটে দুই শিশুকে পি/টি/য়ে হাসপাতালে পাঠালেন বখাটে সাগর ভ্যান্ডার আমি আপনার পা/য়/খা/না খাব, আমি চুরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x