ডামুড্যায় টিসিবির পণ্য বিক্রি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

অন্যান্য

শফিকুল ইসলাম সোহেল
শরীয়তপুর প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় টিসিবির মাধ্যমে ভর্তুকী মূল্যে নিম্ন আয়ের মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্যেরণ্য ‘ট্রাক সেল’ কার্যক্রম বাস্তবায়নের জন্য সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে টিসিবির ডিলার ও জনপ্রতিনিধিদের
সঙ্গে এ সভা করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ টিসিবির পণ্য যাতে নিম্ন আয়ের সাধারণ মানুষ পায় তা সুনিশ্চিত করার আহ্বান জানান।তিনি বলেন, এ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের দুর্নীতি, অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।করোনাকালীন সময়ে সুশৃঙ্খলভাবে আমরা যেভাবে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছি সেভাবেই নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির কার্যক্রম পরিচালনা করতে হবে।

এ সময় এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত)সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন। এবং উপজেলার টিসিবির ডিলার কামাল উদ্দিন আহমেদ ও আব্দুর রশিদ মাদবর প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *