Saturday , 18 May 2024
শিরোনাম

ডিএমপিতে আইজিপি ব্যাজ পেলেন ৮৭ জন

আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কর্মকাণ্ড দিয়ে পুলিশ বাহিনীর ইমেজ বৃদ্ধিকরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখছেন পুলিশ বাহিনীর সদস্যরা। তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ প্রতিবছর সেসকল পুলিশ সদস্যদের আইজিপি ব্যাজ পরিয়ে সম্মানিত করেন।

‘পুলিশ সপ্তাহ ২০২৩’ উপলক্ষে গত বছরের প্রশংসনীয় এবং ভালো কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮৭ জন পুলিশ সদস্যকে আইজিপি ব্যাজ প্রদান করা হয়েছে।

ডিএমপিতে ‘এ’ ক্যাটাগরিতে আইজিপি ব্যাজ পেয়েছেন ৩৫ জন, ‘বি’ ক্যাটাগরিতে পেয়েছেন ১৩ জন, ‘সি’ ক্যাটাগরিতে পেয়েছেন ২৪ জন, ‘ডি’ ক্যাটাগরিতে পেয়েছেন ৩ জন, ‘ই’ ক্যাটাগরিতে পেয়েছেন ৪ জন ও ‘এফ’ ক্যাটাগরিতে ৮ জন পুলিশ সদস্য।

বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে আইজিপি ব্যাজ ২০২৩ পরিয়ে দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

Check Also

বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব : ড.কলিমউল্লাহ

১৭ মে,২০২৪, শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনাদর্শ বিষয়ক সেমিনারের ৯১৭ তম পর্ব অনুষ্ঠিত হয়। জানিপপ কর্তৃক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x