Wednesday , 8 May 2024
শিরোনাম

ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগির মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন

মো:আলরাজী(স্টাফ রিপোর্টার)

 

আজ মঙ্গলবার ৯ আগস্ট পবিত্র আশুরা পালিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন অনুষ্ঠান আয়োজনসহ ইবাদত বন্দেগির মাধ্যমে পবিত্র আশুরা পালন করেছেন।আশুরা উপলক্ষে বিভিন্ন মসজিদে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল রোজা,নামাজ আদায়, কোরআন তিলাওয়াত,জিকির,ওয়াজ ও মিলাদ মাহফিলসহ ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে দিবসটি অতিবাহিত করেছেন।দিবসটি উপলক্ষে বিভিন্ন জামে মসজিদে আলোচনা,মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে ‘পবিত্র আশুরার গুরুত্ব’ শীর্ষক আলোচনা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করছেন জামে মসজিদের ইমাম ও খতিব সাহেবগণ। মোনাজাতে কবরবাসীদের জন্য দোয়া বিশেষ করে মহানবী (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র, খাতুনে জান্নাত হজরত ফাতেমা (রা)-এর কলিজার টুকরা হজরত হোসাইন (রা.) এর শাহাদাতবরণকে স্মরণ করে দোয়া,দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয় ।পরে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শেষ করা হয়েছে।

Check Also

১৩৯ উপজেলায় আজ ভোট, ইসির যত প্রস্তুতি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ বুধবার (৮ মে) অনুষ্ঠিত হবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x