Saturday , 18 May 2024
শিরোনাম

নবীনগরে জিপিএস পাঠাগারে পাঠচক্রের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় “বদলে দেবে কিশোরের চিন্তার ভূবন, বদলে দেবে গ্রাম, বদলে দেবে দেশ।” এই প্রতিপাদ্যে প্রতিষ্ঠিত গ্রাম-পাঠ-সংঘ (জিপিএস) পাঠাগারে তৃতীয়বারের মতো ৩০টি পাঠচক্রের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।

নবীনগর পৌর এলাকার সমবায় মার্কেটের তৃতীয় তলায় জিপিএস পাঠাগার প্রাঙ্গনে গোপালপুর উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষিক মোহাম্মদ শহীদুল্লাহ্’র সভাপতিত্বে জিপিএস পাঠাগারের প্রতিষ্ঠাতা যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিশিষ্ট লেখক মনিরুজাজামান মনির মোহাম্মদ মনিরুজ্জামানের পরিচালয়নায় ও শিক্ষক স্বরূপ কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মোঃ আবু মোছা।

আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক, নরসিংদী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক বেলায়েত হোসেন উজ্জ্বল, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন, কাইতলা আলীমউদ্দীন জোবেদা অনার্স কলেজের প্রভাষক মোঃ জাহিদুল হক,ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাহিত্যিক সামসাম উদ্দিন, গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও শিক্ষক হাবিবুর রহমান স্বপন, আবৃত্তিকার শুভেন্দু চক্রবর্তী শুভ প্রমুখ।

উপস্থিত বক্তারা জিপিএস পাঠাগারের এ আয়োজনকে সাধুবাদ জানান, পড়াশোনার পাশাপাশি শিশুদের মেধা-মননকে বিকশিত করতে, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান অতিথিগণ।

বক্তব্য শেষে জিপিএস পাঠাগারের নিয়মিত পাঠক হিসেবে বক্তৃতা, আবৃত্তি, বুক রিভিউ ইত্যাদি কার্যক্রমে অংশগ্রহণকারী প্রায় অর্ধশত স্কুল শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার হিসেবে ক্রেস্ট এবং বাকীদের হাতে মহামূল্যবান পুরষ্কার বই তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

Check Also

আগামী ২৪ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু

এম ডি সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্ট: আগামী ২৪ মে বসছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x