শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মেঘনা নদীর তীর ভাঙ্গনে কবলিত এলাকার আশপাশে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ৯ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে নবীনগর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইনের নেতৃত্বে একদল আইনশৃঙ্খলা বাহিনী ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন।
উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামের মেঘনা নদীর ভাঙ্গনের আশপাশের এলাকায় ড্রেজিং এ কর্মরত ৮ জন শ্রমিক সহ মূল হোতা বড়াইল ইউনিয়নের আবুল কাশেমের ছেলে পাকরুল হাসান কে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৮ জন শ্রমিককের জিম্মা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং পাকরুল হাসানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন জানান, নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামের মেঘনা নদীর ভাঙ্গনে কবলিত আশপাশের এলাকায় অভিযান চালিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ (১) লঙ্ঘনের কারণে ৯ জনকে আটক করে, জিম্মা নিয়ে ৮ জন শ্রমিককে ছেড়ে দেওয়া হয় এবং ১ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।