Sunday , 19 May 2024
শিরোনাম

নওগাঁয় সেনাবাহিনীর নির্মিত আবাসন প্রকল্পের ৮০ টি বাড়ি হস্তান্তর

মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁর বদলগাছী উপজেলায় সেনাবাহিনীর নির্মাণ করা ৮০টি বাড়ি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার ২০ আগষ্ট দুপুরে উপজেলার নোহেলা কাস্টগাড়িতে আশ্রয়ন প্রকল্পে স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে বাড়িগুলো হস্তান্তর করেন সেনাবাহিনী। সেনাবাহিনীর ১৭ ইস্টবেঙ্গল ১১ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন রাফিদ আনুষ্ঠানিকভাবে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিনের কাছে আবাসন প্রকল্পটি হস্তান্তর করেন। সেনাবাহিনীর বগুড়া ১১ পদাতিক ডিভিশনের তত্বাবধানে আশ্রয়ণ প্রকল্পের আওতায় বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। ১৬টি ব্যারাকে ৮০টি বাড়ি নির্মাণ করা হয়। এ আশ্রয়ণ প্রকল্পে সুপেয় পানিসহ অনান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে। এই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইযয়াসমিন। এসময় সেনা সদস্য, স্থানীয় চেয়ারম্যান ও গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Check Also

গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

এম ডি সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্ট: যুক্তরাষ্ট্র গাজায় চলমান সংঘাত শেষে ফিলিস্তিন উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x