অ্যাপের মধ্যেই পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে চীনের ভিডিও বিনিময়ের নেটওয়ার্ক টিকটক। শিগগিরই এ সুবিধার কার্যকারিতা পরখ শুরু করবে টিকটক।
জানা গেছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্টসংখ্যক টিকটক ব্যবহারকারী পণ্য কেনার সুযোগ পাবেন। এ জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজেদের শপিং প্রোগ্রামে যোগ দিতে আমন্ত্রণ জানানোর পাশাপাশি নতুন কর্মী নিয়োগের বিজ্ঞাপনও দিয়েছে টিকটক।
টিকটকের তথ্যমতে, কয়েক বছর ধরেই অনলাইনে পণ্য বিক্রির পরিমাণ বেড়েছে। বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী রয়েছে টিকটকের। নতুন এ শপিং সুবিধায় অ্যাপের ভেতরেই পণ্য কেনার সুযোগ পাওয়া যাবে। ফলে টিকটক ব্যবহারকারী অনলাইনে পণ্য কেনাকাটায় নতুন অভিজ্ঞতা পাবেন।