Thursday , 9 May 2024
শিরোনাম

পণ্যও কেনা যাবে টিকটক অ্যাপে

অ্যাপের মধ্যেই পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে চীনের ভিডিও বিনিময়ের নেটওয়ার্ক টিকটক। শিগগিরই এ সুবিধার কার্যকারিতা পরখ শুরু করবে টিকটক।

জানা গেছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্টসংখ্যক টিকটক ব্যবহারকারী পণ্য কেনার সুযোগ পাবেন। এ জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজেদের শপিং প্রোগ্রামে যোগ দিতে আমন্ত্রণ জানানোর পাশাপাশি নতুন কর্মী নিয়োগের বিজ্ঞাপনও দিয়েছে টিকটক।

টিকটকের তথ্যমতে, কয়েক বছর ধরেই অনলাইনে পণ্য বিক্রির পরিমাণ বেড়েছে। বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী রয়েছে টিকটকের। নতুন এ শপিং সুবিধায় অ্যাপের ভেতরেই পণ্য কেনার সুযোগ পাওয়া যাবে। ফলে টিকটক ব্যবহারকারী অনলাইনে পণ্য কেনাকাটায় নতুন অভিজ্ঞতা পাবেন।

Check Also

নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে ঈশ্বরগঞ্জের ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক । ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স নির্বাচনী দায়িত্ব পালন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x