Thursday , 2 May 2024
শিরোনাম

পদোন্নতি পেলেন পুলিশের ৭৩ কর্মকর্তা

বিসিএস পুলিশ ক্যাডারের ৭৩ জন কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪ ) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই পদোন্নতি ঘোষণা করা হয়।
তিনটি প্রজ্ঞাপনের একটিতে ৩০ জন, আরেকটি প্রজ্ঞাপনে ৩৭ জন ও সর্বশেষ প্রজ্ঞাপনে ৬ জনসহ মোট ৭৩ জন বিসিএস (পুলিশ) ক্যাডার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা আদেশে জানানো হয়, পদোন্নতিপ্রাপ্তরা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পদন্নোতি পাওয়া পদে যোগদানপত্র পাঠাবেন। যোগদানপত্র সরাসরি অথবা ইমেইলে ([email protected]) পাঠানো যাবে।

 

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x