Friday , 26 April 2024
শিরোনাম

পুতিনের হুমকির পর মুখ খুললেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়াকে কেউ হুমকি দেয়নি। ইউক্রেনে নৃশংস, অপ্রয়োজনীয় যুদ্ধ শুধু একজন ব্যক্তিই বেছে নিয়েছেন। তিনি হলেন ভ্লাদিমির পুতিন।

নিউইয়র্কে জাতিসংঘেরর সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বুধবার বাইডেন এসব কথা বলেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

পুতিন তার সৈন্যদের ইউক্রেন আক্রমণ করার নির্দেশ দিয়ে জাতিসংঘের সনদের ‘নির্লজ্জভাবে লঙ্ঘন’ করেছেন।

তিনি বলেন, এই যুদ্ধের লক্ষ্য হলো ইউক্রেনের একটি রাষ্ট্র হিসেবে অস্তিত্বের অধিকার এবং ইউক্রেনের জনগণ হিসাবে অস্তিত্বের অধিকারকে নিঃশেষ করে দেওয়া।

বাইডেন আরও বলেন, কোনো দেশ ‘জোর করে আরেকটি দেশকে দখল করে নিতে পারে না’। প্রত্যেকটা সার্বভৌম রাষ্ট্রের মতো ইউক্রেনেরও একই অধিকার রয়েছে। আমরা ইউক্রেনের সঙ্গে একাত্মতা প্রকাশ করব।

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো ‘সেনা সমাবেশের’ ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে একীভূত করার জন্য গণভোটের পরিকল্পনাকে সমর্থনও করেছেন তিনি। এরপরই মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এসব কথা বলেন।

Check Also

বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান শেখ হাসিনা প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কে বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের হাসপাতাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x