ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রনি সামাজিকমাধ্যমে মিথ্যাচার ও বিভ্রান্তির প্রধান উৎসে পরিণত হয়েছেন সাধারণ ক্ষমার সীমা নির্ধারণ ও বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ গঠনে একমত রাজনৈতিক দলগুলো ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার তিতাসে রড দিয়ে পিটিয়ে রাজমিস্ত্রি মোস্তফা হত্যাকাণ্ডের ঘটনায় দুই তরুণ আটক কুষ্টিয়ার খোকসায় গুলি করার পর যুবককে কোপালো সন্ত্রাসীরা বগুড়া, খুলনা, বরিশালেও হতে পারে বিপিএল ‎বংশীনগর সূর্য্য তরুণ উচ্চ বিদ্যালয়ের নব সভাপতিকে সংবর্ধনা নির্দেশনা এলে অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা বিআরটিএর ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধাদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া, খুলনা, বরিশালেও হতে পারে বিপিএল

সাংবাদিক

চলতি বছরের ডিসেম্বরেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টটি ঘিরে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বোর্ড। এবারে পাঁচ বছরের জন্য দলগুলোর মালিকানা দেওয়া হবে এবং গভর্নিং কাউন্সিলে যুক্ত করা হবে বাইরের সদস্য। স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির পরিচালক ও বিপিএলের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মাহবুব আনাম জানান, ‘আগামী সপ্তাহে মাঠ পর্যবেক্ষণ করবে গভর্নিং কাউন্সিল। যে মাঠগুলো আইসিসির নির্দেশনা পূরণ করতে পারবে বা ঘাটতি পূরণযোগ্য, সেগুলো বিবেচনায় থাকবে। বগুড়া, খুলনা এবং বরিশাল আমাদের নজরে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘রাজশাহীতে এই পর্যায়ে আন্তর্জাতিক ম্যাচ করার মতো অবস্থা নেই। তবে জাতীয় ক্রীড়া পরিষদ একটি প্রক্রিয়া শুরু করেছে। কী করলে ম্যাচ আয়োজন সম্ভব, তা জানানো হয়েছে। সময়মতো কাজ শেষ হলে রাজশাহীকেও বিবেচনায় রাখা হবে।’

ড্রাফট প্রসঙ্গে মাহবুব আনাম বলেন, ‘এক সপ্তাহের মধ্যে দরপত্র আহ্বান করা হবে। একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে, যারা আমাদের কাঠামো প্রস্তুত করতে সহায়তা করবে। নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত করার সময়সীমা সেপ্টেম্বর পর্যন্ত রাখা হয়েছে।’

খেলোয়াড় ড্রাফট নিয়ে তিনি বলেন, ‘ড্রাফট অক্টোবরের আগে হবে না। আগস্টে কাঠামো প্রস্তুত করে সেপ্টেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজি যুক্ত করতে পারলে আমরা অক্টোবরে ড্রাফটে যেতে পারব।’ তিনি আরও ইঙ্গিত দেন, বিপিএল গভর্নিং বোর্ডে আইনজীবী, অর্থনীতিবিদ এবং মার্কেটিং বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করা হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:৫৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
৫১০ Time View

বগুড়া, খুলনা, বরিশালেও হতে পারে বিপিএল

আপডেটের সময় : ০১:৫৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

চলতি বছরের ডিসেম্বরেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টটি ঘিরে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বোর্ড। এবারে পাঁচ বছরের জন্য দলগুলোর মালিকানা দেওয়া হবে এবং গভর্নিং কাউন্সিলে যুক্ত করা হবে বাইরের সদস্য। স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির পরিচালক ও বিপিএলের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মাহবুব আনাম জানান, ‘আগামী সপ্তাহে মাঠ পর্যবেক্ষণ করবে গভর্নিং কাউন্সিল। যে মাঠগুলো আইসিসির নির্দেশনা পূরণ করতে পারবে বা ঘাটতি পূরণযোগ্য, সেগুলো বিবেচনায় থাকবে। বগুড়া, খুলনা এবং বরিশাল আমাদের নজরে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘রাজশাহীতে এই পর্যায়ে আন্তর্জাতিক ম্যাচ করার মতো অবস্থা নেই। তবে জাতীয় ক্রীড়া পরিষদ একটি প্রক্রিয়া শুরু করেছে। কী করলে ম্যাচ আয়োজন সম্ভব, তা জানানো হয়েছে। সময়মতো কাজ শেষ হলে রাজশাহীকেও বিবেচনায় রাখা হবে।’

ড্রাফট প্রসঙ্গে মাহবুব আনাম বলেন, ‘এক সপ্তাহের মধ্যে দরপত্র আহ্বান করা হবে। একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে, যারা আমাদের কাঠামো প্রস্তুত করতে সহায়তা করবে। নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত করার সময়সীমা সেপ্টেম্বর পর্যন্ত রাখা হয়েছে।’

খেলোয়াড় ড্রাফট নিয়ে তিনি বলেন, ‘ড্রাফট অক্টোবরের আগে হবে না। আগস্টে কাঠামো প্রস্তুত করে সেপ্টেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজি যুক্ত করতে পারলে আমরা অক্টোবরে ড্রাফটে যেতে পারব।’ তিনি আরও ইঙ্গিত দেন, বিপিএল গভর্নিং বোর্ডে আইনজীবী, অর্থনীতিবিদ এবং মার্কেটিং বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করা হতে পারে।