বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণেই বাঙালির মুক্তি: এমপি জর্জ

অন্যান্য

আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণেই বাঙালির মুক্তি মিলেছিল।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে এম. এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে কুষ্টিয়ার কুমারখালীতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দেশের জন্য নিবেদিত প্রাণ, যার কারণেই আজ আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি।

উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুর রশীদের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সামসুজ্জামান অরুণ।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কুমারখালী সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিনয় কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান জোয়ার্দার, উপজেলা যুবলীগের সভাপতি হারুন-অর-রশীদ হারুনসহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *