Sunday , 19 May 2024
শিরোনাম

মালয়েশিয়ায় একদিনে ২ হাজার ৫২৭ জন কোভিড-১৯ আক্রান্ত

মালয়েশিয়ায় শনিবার মধ্যরাত পর্যন্ত একদিনে নতুন করে ২ হাজার ৫২৭ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ৩৫৫ জন। স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়।
মন্ত্রনালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়, আক্রান্তদের মধ্যে ৪ জন দেশের বাইরে থেকে সংক্রমিত হয়ে এসেছেন, ২ হাজার ৫২৩ জন দেশে সংক্রমিত হয়েছেন। তবে, গত একদিনে নতুন করে কারো মৃত্যু হয়নি, দেশটিতে এ পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৭১ জনের মৃত্যু হয়েছে।
মন্ত্রনালয়ের রিপোর্টে বলা হয়, একদিনে ২ হাজার ৩৫৯ জন কোভিড মুক্ত হয়েছেন, মোট করোনামুক্ত হয়েছেন ৪৫ লাখ ৫ হাজার ১৯৯ জন। ৩০ হাজার ৩৮৫ জন চিকিৎসাধীন রয়েছেন, এদের মধ্যে ৪৩ জন ইনটেনসিভ কেয়ারে রয়েছেন, ২২ জনকে অক্সিজেন সহায়তা দেয়া হচ্ছে।
রিপোর্টে বলা হয়, শনিবার একদিনে ৫ হাজার ৯৫৮ ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে, জনসংখ্যার অন্তত ৮৫.৯ শতাংশ একটি ডোজ পেয়েছে, ৮৩.৬ শতাংশ দুই ডোজ পেয়েছে এবং ৪৯.৪ শতাংশ বুস্টার ডোজ পেয়েছে।বাসস

Check Also

গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

এম ডি সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্ট: যুক্তরাষ্ট্র গাজায় চলমান সংঘাত শেষে ফিলিস্তিন উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x