Friday , 26 April 2024
শিরোনাম

রাণীশংকৈলের ঐতিহ্যবাহী রাজবাড়ি পরিদর্শন করলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক। তিন মাসের মধ্যে সংরক্ষণের আশ্বাস। 

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শতাধিক বছরের পুরোনো  ঐতিহাসিক নিদর্শন, রাজা টংকনাথের রাজবাড়ি শনিবার, ৬ মে বিকেল সাড়ে ৫টায় পরিদর্শন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রতন চন্দ্র পন্ডিত। তাঁকে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, উপজেলা আ’লীগ  সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান,  স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা  ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক ডক্টর নাহিদ সুলতান,  প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, প্রেসক্লাব(পুরাতন) সহ-সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. বিপ্লবসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া আরো রাজনৈতিক নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, আগামি জুলাই মাসের মধ্যে রাজা টংকনাথের এ রাজবাড়ি সংরক্ষণের কাজ শুরু হবে।

Check Also

মানিকগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় দুই সবজি ব্যবসায়ী নিহত

ফারজানা খান লিয়া, মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x