Sunday , 2 June 2024
শিরোনাম

র‌্যাব- ১০ এর অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে চোরাই মোটরসাইকেলসহ ০১ জন গ্রেফতার

গত ০৬/০৪/২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক ১৯:৪০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১টি চোরাই মোটরসাইকেলসহ ০১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শিমুল সিহাব (২৫) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ- ৩৪২০/- ( তিন হাজার চারশত বিশ) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের একজন সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন স্থান হতে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

Check Also

ঈদে এবারও ভালোভাবে বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস রেলমন্ত্রীর

বাসমালিকদের সুবিধা দিতে চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেন চলাচল বন্ধ করা হয়নি জানিয়ে রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x