আবির হোসেন সজল, লালমনিরহাট: বুধবার (২০শে এপ্রিল) সকালে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুঠিতে মেসার্স ভাই ভাই চাউল কল (মিশ্রন মিল) এ খাদ্যবান্ধব কর্মসূচিতে পুষ্টি মিশ্রন কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনীকালে জেলা প্রশাসক মোঃ আবু জাফর বলেন এই খাদ্যবান্ধব কর্মসূচির কার্যক্রম কার্যকর করা হলে মানুষের পুষ্টির অভাব আর থাকবে না কেননা চালের সাথে পুষ্টি মিশ্রনের ফলে খুব সহজেই মানুষের শরীরে ভিটামিন চলে যায়। এতে কোনো প্রকার ভিটামিন সিরাপের প্রয়োজন হবে না। তিনি এব্যাপারে মিল মালিক সহ সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা ইয়াসমিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল ইসলাম, ফিল্ড কো অর্ডিনেটর নিউট্রিশন ইন্টারন্যাশনাল মোঃ গোলাম হান্নান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহিরুল হক, প্যানেল চেয়ারম্যান মোগলহাট মোঃ দুলাল হোসেন, ও বিভিন্ন চাউল মিলারগন।