Sunday , 19 May 2024
শিরোনাম

শাহজাদপুরে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ: ৪০ হাজার টাকা জরিমানা

রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শাহজাদপুরে রবিবার (১৫মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬’শ ৮৩ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদ রাখার দায়ে ব্যাবসায়ীর ৪০ হাজার টাকা জরিমানা ও উদ্ধার হওয়া তেল ন্যায্য মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়ার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুৃমি) লিয়াকত সালমান।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান এর নেতৃত্বে এদিন দুপুরে শহরের দ্বারিয়াপুর বাজারের কয়েকটি তেলের দোকানে অভিযান পরিচালনা করা হয় তার মধ্যে দত্ত স্টোর,

প্রোপাইটর বলরাম দত্ত এর গোডাউন থেকে ৫’শ ৭৩ লিটার বোতল জাত ও ১১’শ ১০ লিটার খোলাতেল উদ্ধার করা হয় এবং এই তেল ন্যায্য মূল্যে ক্রেতাদের সরবরাহ করার জন্য দোকান মালিকের মুচলেকা গ্রহণ ও নগদ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সয়াবিন তেল অবৈধভাবে মজুদদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানের প্রতি সাধুবাদ জানিয়েছে জনসাধারণ

Check Also

গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

এম ডি সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্ট: যুক্তরাষ্ট্র গাজায় চলমান সংঘাত শেষে ফিলিস্তিন উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x