Monday , 6 May 2024
শিরোনাম

বান্দরবান সদর হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের বকেয়া বেতন ও চাকুরী স্থায়ীকরনের দাবীতে মানববন্ধন ও প্রেস ব্রিফিং

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: বান্দরবান সদর হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের বকেয়া ৭ মাসের বেতন পরিশোধ ও আউটসোর্সিং প্রকল্প বাতিল করে অবিলম্বে চাকরি স্থায়ী করনের দাবীতে ১৫মে রবিবার সকাল ১১টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। মানববন্ধন ও প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন বান্দরবান সদর হাসপাতালের ল্যাব এটেন্ডেট সুয়ারো ম্রো, ওয়ার্ড বয় উসাইমং মারমা,মোঃ ফারুক, সিংমংউ মারমা, জসিম উদ্দিন, বোঅংসিং মারমা, নুমংপ্রু মারমা, আয়া- মা প্রু চিং মারমা, শাহানা আক্তার, প্রুয়ইউ মারমা, পরিচ্ছন্নতাকর্মী রুমা দেবী, মংসাইনু মারমা, মেহাইনু মারম,শিল্পী রানী দে, লাকী আক্তার, পাইনু মারমা প্রমুখ।
মানববন্ধন ও প্রেস ব্রিফিং উপস্থিত কর্মচারীগন বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্মারক নং-৪৫.০১.০০০০.১৪০.১১.০০২.২০.৬১৮ মূলে এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের স্মারক নং- ২৯.২৩৫.০৩০০.০০৩.১১.১০৮.২০.৯৯৪ স্মারক মূলে গত ০৭-১০-২০২০ ইং তারিখে বান্দরবান সদর হাসপাতালে আউটসোর্সিং প্রক্রিয়ায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়। চাকরি নিয়োগ পরবর্তী ০৭মাস পর ০৬মাসের বেতন একসাথে প্রদান করা হয় অতঃপর ১২মাস পর ০৬মাসের বেতন প্রদান করার পর হাসপাতাল কর্তৃপক্ষ আমদের কে মৌখিক ভাবে জানায় যে আমাদের ২৮/০৪/২০২২ ইং তারিখে আউটসোর্সিং এর মেয়দ শেষ। আমরা আমাদের ন্যায দাবী সমূহ
০১- বকেয়া ০৭ মাসের বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে।
০২- আউটসোর্সিং প্রকল্প বাতিল করে অবিলম্বে চাকুরী স্থায়ীকরন করতে হবে।

Check Also

টিভিএন২৪ টিভির সিনিয়র সাংবাদিক ও বিশেষ প্রতিনিধি শামীম আহমদ আমেরিকা থেকে কাতার আগমন উপলক্ষে মত বিনিময়ের আয়োজন করেছে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি৷

টিভিএন ২৪ টিভি কাতার প্রতিনিধি ই এম আকাশের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতি করেন বঙ্গবন্ধু পরিষদ কাতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x