রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনে প্রায় ৩ হাজার স্বেচ্ছাসেবক পাঠাবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিকে ইউক্রেনীয় দূতাবাসের এক প্রতিনিধি ভয়েস অব আমেরিকা নিউজ সার্ভিসকে বিষয়টি নিশ্চিত করেন।
রুশ সৈন্যদের হামলার বিরুদ্ধে লড়াই করতে বিদেশি স্বেচ্ছাসেবক পাঠাতে আহ্বান জানায় ইউক্রেন। তাতে সাড়া দিয়ে দেশটিতে স্বেচ্ছাসেবক পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। যার ফলে ইউক্রেনের মাটিতে যুদ্ধ করার জন্য সৈন্য পাঠাচ্ছে না তারা। তবে যুদ্ধ চালিয়ে নিতে দেশটিতে অস্ত্র পাঠাচ্ছে তারা।
এছাড়া শাস্তি হিসেবে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আনছে পশ্চিমা দেশগুলো। তার মধ্যে আছেন রাশিয়ান ধনকুবের ও নেতারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও দেশটির অন্যান্য জৈষ্ঠ্য কর্মকর্তারা যুদ্ধে সাহায্যের জন্য আন্তর্জাতিক সৈন্যদল ও স্বেচ্ছাসেবকের আহ্বান জানায়।
কিছুদিন আগে জেলনস্কি জানান, প্রায় ১৬ হাজার বিদেশি ও স্বেচ্ছাসেবক ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করছে।