Thursday , 2 May 2024
শিরোনাম

অনুমান করি সেপ্টেম্বরে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ম অনুযায়ী সেপ্টেম্বরে ঘোষণা হবে।

বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকের প্রশ্নে সিইসি বলেন, নিয়ম অনুযায়ী যেহেতু নব্বই দিন আগে তফসিল ঘোষণা করতে হয়ে, সে ক্ষেত্রে অনুমান করে বলতে পারি, সেপ্টেম্বরের মাঝামাঝি কিংবা শেষের দিকে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

চলমান রাজনৈতিক সংকট বিষয়ে হাবিবুল আউয়াল জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকট মতভেদ নিরসনের দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। দলগুলো যদি পারস্পরিক আস্থায় না আসে তাহলে সেটা তাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ।

বিএনপিকে নির্বাচনে আনা বিষয়ে সিইসি বলেন, বিএনপিকে নির্বাচনে আনতে পারব কি পারব না সে দায়িত্ব আমাদের ওপর না। বিএনপি আসবে বা আসবে না এটা রাজনৈতিক পরিমণ্ডলে নিরসন করতে হবে। আমরা নিরপেক্ষ অবস্থান থেকে আহ্বান জানাব, আপনারা আসুন, নির্বাচনকে অংশগ্রহণমূলক করে তুলুন।

এ সময় সিইসি জানান, আরপিও সংশোধন হচ্ছে আমাদের ইচ্ছায়, আমাদের পরামর্শে। এতে আমাদের দায়িত্ব বাড়ানো হয়েছে।

বিদেশিদের কোনো চাপ নির্বাচন কমিশনের ওপর নেই বলেও জানান সিইসি।

Check Also

উপজেলা নির্বাচন: কেন্দ্রে থাকবে সর্বোচ্চ পুলিশ-আনসার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান বলেন, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে সবচেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x