Friday , 3 May 2024
শিরোনাম

অবশেষে রাশিয়া-ইউক্রেন শস্য রপ্তানির চুক্তি

রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণসাগরের বন্দরগুলো থেকে শস্য রপ্তানি আবার শুরু করার বিষয়ে তুরস্কের ইস্তাম্বুলে একটি চুক্তি স্বাক্ষর করেছে। রাশিয়া এবং ইউক্রেনের মন্ত্রীরা শুক্রবার আলাদাভাবে চুক্তিতে স্বাক্ষর করেছেন। সাবধানতা হিসেবে তারা একই টেবিলে বসা এবং চুক্তিটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাত মেলানো এড়িয়ে গেছেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই পক্ষের নিজ নিজ পতাকা পাশাপাশি স্থাপন করা হয়নি।

পরিবর্তে সেখানে ছিল জাতিসংঘের ব্যানার। এটি উভয় পক্ষের মধ্যে বর্তমানের গভীর বৈরিতা ও অবিশ্বাসকেই ফুটিয়ে তুলেছে।
মধস্থতাকারীর ভূমিকা পালনকারী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, এই চুক্তি কোটি কোটি মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করবে। এছাড়া এটি বিশ্বব্যাপী খাদ্য মূল্যস্ফীতি কমিয়ে দেবে।

‘আশার আলো’: জাতিসংঘের প্রধান

জাতিসংঘের মহাসচিব রাশিয়া এবং ইউক্রেনের চুক্তির প্রশংসা করে বলেছেন, এই পদক্ষেপ বিশ্বকে ‘স্বস্তি’ দেবে।

ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে গুতেরেস বলেন, ‘আজ কৃষ্ণ সাগর অঞ্চলে একটি আলোকবর্তিকা দেখছি, একটি আশার আলো, একটি সম্ভাবনার আলোকবর্তিকা। একটি স্বস্তির আলো যা এখন বিশ্বে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। ”

জাতিসংঘের মহাসচিব আরো বলেন, চুক্তিটি প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য তিনি তুরস্কের ‘সহায়তা এবং ধৈর্যের জন্য কৃতজ্ঞ। ’

সূত্র: আল জাজিরা

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x