Sunday , 19 May 2024
শিরোনাম

আকাঙ্খিত ব্যাটারি চালিত ভ্যান পেলেন রাণীশংকৈলের ভ্যানচালক শিল্পী চক্রদেব

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।-আনোয়ারুল ইসলাম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দক্ষিণ সন্ধ্যারই (মহলবাড়ি) গ্রামের অসহায় দরিদ্র ভ্যানচালক শিল্পী চক্রদেব (৪৫) অবশেষে তার দীর্ঘদিনের আকাঙ্খিত একটি ব্যাটারিচালিত পা চালিত ভ্যান পেলেন। বুধবার ১৯ অক্টোবর দুপুরে তার বাড়িতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে ভ্যানটি এবং নগদ ১৫ হাজার ২ শত টাকা দেয়া হয়। এতদিন চক্রদেব পা চালিত
ভ্যানগাড়ির আয় দিয়ে অতি কষ্টে ৬ সদস্যের সংসার চালিয়ে আসছিলেন। গানপ্রেমিক সুকন্ঠের অধিকারি চক্রদেব ভ্যান চালানোর পাশাপাশি ব্যক্তিগতভাবে সময়সুযোগে গান চর্চা
করে চলতেন। এক পর্যায়ে তিনি রাণীংকৈল ডিগ্রি কলেজের সহ- অধ্যাপক সাংস্কৃতিক সংগঠক প্রশান্ত বসাকের সাহচর্যে আসেন। অধ্যাপক প্রশান্ত সম্প্রতি চক্রদেবের কন্ঠে মান্না দে’র গাওয়া ” এই কুলে আমি আর ঐ কুলে তুমি” গানটি ফেসবুকে পোস্ট করেন এবং একটি ব্যাটারি চালিত ভ্যান ক্রয়ের জন্য সবার সহযোগিতা কামনা করেন। গ্রামীণ প্রতিভাধর ভ্যানচালক শিল্পি চক্রদেবের এ সচিত্র গানটি ফেসবুকে ব্যাপক ভাইরাল হলে ৩ দিনের মধ্যে দেশ বিদেশের সুহৃদ ফেসবুক ব্যবহারকারিরা ৭০ হাজার টাকা বিকাশে পাঠিয়ে সহযোগিতা করেন।
সহ-অধ্যাপক প্রশান্ত বসাকের উপস্থাপনায় ভ্যান প্রদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেন- রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন ও মোবারক আলী, সহ-সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আজাদ মিয়া ও মো.বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, ও যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম সুজন, উপসহকারী কৃষি কর্মকর্তা রাণীশংকৈল কেন্দ্রীয় সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, শিক্ষক সুমি বসাক, প্রভাষক আলমগীর হোসেন, নাট্যকার জিল্লুর রহমান, রাণীশংকৈল ফেসবুক গ্রুপের এডমিন হোসেন আলী প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ভ্যানটি পেয়ে চক্রদেব আনন্দে আপ্লূত হয়ে পড়েন এবং তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।-

Check Also

ময়মনসিংহের ত্রিশালে বোরোধান- চাউল সংগ্রহের উদ্বোধন

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক । ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকারীভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x