Sunday , 19 May 2024
শিরোনাম

আগামীকাল সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন, দলীয় নেতৃত্ব পরিবর্তনের আবাস নেই তবুও সরব নেতাকর্মীরা

হালিম সৈকত, কুমিল্লা।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ রবিবার সকাল ১০ টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতা-কর্মীরা। তৃণমূল থেকে সম্মেলন স্থল ঐতিহাসিক টাউন হল মাঠ সর্বত্র সাজ সাজ রব বিরাজ করছে। নেতৃত্ব বদলের আবাস না থাকলেও নির্বাচনকে সামনে রেখে এ সম্মেলনকে ঘিরে সরব দলীয় নেতাকর্মীরা।
এদিকে সম্মেলন সুন্দর সুচারুভাবে সম্পন্ন করতে আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুলের নেতৃত্বে ২৯ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি ও ৫ টি উপ-কমিটি দিবারাত্রি কাজ করে যাচ্ছে ।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এড মো. আমিনুল ইসলাম টুটুল বলেন, কুমিল্লার গণমানুষের নন্দিত জননেতা বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি মহোদয়ের নির্দেশনা ও পরামর্শ ক্রমে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। এখন শেষ সময়ে সাজসজ্জার ত্রুটি বিচ্যুতিগুলো দেখে ঠিকঠাক করছি। সম্মলন কে ঘিরে উল্লসিত আমাদের দলের সকল স্তরের নেতাকর্মীরা।
এদিকে গতকাল শনিবার বিকালে সরজমিনে গিয়ে দেখা গেছে, টাউন হল মাঠে বিশাল মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শেষ হয়েছে। সরকারের উন্নয়ন কর্মকান্ডের পেস্টুন-পোস্টারে ছেয়ে গেছে সম্মেলন স্থল ও আশেপাশের এলাকা। নেতাকর্মীদের পদচারণায় মুখর টাউন হল মাঠ।
জানা যায়, আজকের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রিয় আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি এবং সম্মেলন উদ্বোধন করবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
এছাড়া সম্মেলনে প্রধান বক্তা থাকবেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত।
স্বাগত বক্তব্য রাখবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এড মো আমিনুল ইসলাম টুটুল।
সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল বাসার। সঞ্চালনা করবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল রহমান জুয়েল।

ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে অতিথি, কাউন্সিলর ও ডেলিগেটর সহ তৃণমূল আওয়ামী লীগের ৪ হাজার নেতা-কর্মী অংশ নিবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

Check Also

ময়মনসিংহের ত্রিশালে বোরোধান- চাউল সংগ্রহের উদ্বোধন

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক । ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকারীভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x