Monday , 6 May 2024
শিরোনাম

আরিচা-কাজিরহাটে ফেরি বন্ধ নদীতে আটকা তিন ফেরি

মানিকগঞ্জ প্রতিনিধি।
ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

নৌ-দুর্ঘটনা এড়াতে শনিবার রাত সাড়ে ৮ টার দিকে সাময়িকভাবে এই নৌপথে ফেরিসহ সকল নৌযান বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

এসময় যানবাহন বোঝাই মাঝ নদীতে তিনটি ফেরি নোঙ্গর করে আছে।

বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)’র মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘন কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং লাইটের আলো অস্পষ্ট হয়ে যায় এবং নৌ-দুর্ঘটনার আশংকা দেখে দেয়। এতে যাত্রী ও চালকদের জান-মালের নিরাপত্তার কথা ভেবে নৌ-দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা ঘাট এলাকায় শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে। ঘন কুয়াশা তীব্রতা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। মাঝ নদীতে তিনটি ফেরি নোঙ্গর করে আছে বলেও তিনি জানান।

Check Also

টিভিএন২৪ টিভির সিনিয়র সাংবাদিক ও বিশেষ প্রতিনিধি শামীম আহমদ আমেরিকা থেকে কাতার আগমন উপলক্ষে মত বিনিময়ের আয়োজন করেছে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি৷

টিভিএন ২৪ টিভি কাতার প্রতিনিধি ই এম আকাশের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতি করেন বঙ্গবন্ধু পরিষদ কাতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x