Friday , 3 May 2024
শিরোনাম

আশপাশের দেশে করোনা বাড়ছে, স্বাস্থ্যবিধি মানতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের বেখেয়ালি হলে চলবে না। আমাদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কারণ আমাদের আশপাশের দেশসহ অনেক দেশে আবারো করোনার সংক্রমণ বাড়ছে।

শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসকের বাসভবনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণে আছে। করোনার মধ্যেও আমাদের দেশ ভালো আছে। অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব সময় সহযোগিতা ছিল ও দিকনির্দেশনা ছিল।

তিনি আরও বলেন, আমাদের দেশের মানুষ এখন সুরক্ষিত। প্রায় ১৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। মৃত্যুসংখ্যা শূন্যে নেমে এসেছে।

ইফতার মাহফিলে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x