Wednesday , 8 May 2024
শিরোনাম

আয়ারল্যান্ডে দূতাবাস খুলছে ঢাকা

বাংলাদেশের দূতাবাস বা কনস্যুলেট অফিস নেই আয়ারল্যান্ডে। যদিও দেশটিতে ব্যবসা ও চাকরি থেকে শুরু করে বিভিন্ন খাতে অপার সম্ভাবনা রয়েছে। মাথাপিছু আয়ের দিক থেকেও বিশ্বের সেরা দেশগুলোর একটি। ফলে একদিকে যেমন দক্ষ শ্রমিক যেতে পারছে না বাংলাদেশ থেকে, অন্যদিকে ব্যবসায়ীরাও বঞ্চিত হচ্ছেন বিনিয়োগ থেকে।

তবে দীর্ঘদিনের সেই আক্ষেপ হয়তো ঘুচতে যাচ্ছে এবার। দূতাবাস খোলার বিষয়ে যাবতীয় কাগজপত্র অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন থাকলেও আয়ারল্যান্ডে একটি কনস্যুলেট অফিস খোলার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

সম্প্রতি লন্ডন সফরে গেলে সেখানে এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন ডাবলিন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। এ সময় আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি কনস্যুলেট অফিস খোলার প্রক্রিয়া শুরুর বিষয়টি নিশ্চিত করেন তিনি। এ ছাড়াও ঢাকায় একটি আইরিশ ভিসা অফিস খোলার বিষয়েও আশ্বাস দেন মন্ত্রী।

বাংলাদেশ সরকারের নেয়া এমন পদক্ষেপে খুশি আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা।

ডাবলিন আওয়ামী লীগ ছাড়াও কাউন্টি কর্ক থেকেও একটি প্রতিনিধি দল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে আলোচনা করেন।

Check Also

১৩৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ৫৯ জেলার ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। আজ বুধবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x