Saturday , 4 May 2024
শিরোনাম

ইটালির ভেনিস আওয়ামী লীগের আয়োজনে ৫১তম মহান বিজয় উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল ইউরোপ বুরো চীপ : ইটালির ভেনিস আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ভেনিস মেস্ত্রে’র একটি হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ভেনিস আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সরদার সালাউদ্দিন নান্নু। ভেনিস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ ও মোক্তার মোল্লার সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মতিউর রহমান ভুলু ছৈয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহপুর আঞ্চলিক সমিতির প্রধান উপদেষ্টা ও ভেনিস আওয়ামী লীগ নেতা রফিকুল বারি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন ঢালি।

ভেনিস আওয়ামী যুবলীগের সার্বিক সহযোগিতায় এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সর্বজনাব আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, তাজুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য কাজী আব্দুল বাকী রোনাক, ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা সৈয়াল কালুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ৩০ লাখ শহীদ ও মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি। সেই বীরদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই।আজও একটি চক্র মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে চলেছে, তাই আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে জয়যুক্ত করে দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভিডিও কলে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক তারুণ্যের অহংকার মোঃ আলমগীর হোসেন। উল্লেখ্য, ইটালি আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে ইটালি আওয়ামী লীগের একটি বিশাল প্রতিনিধি দল সদ্যসমাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগদান করেছেন। পরিশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটে।

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x