Saturday , 4 May 2024
শিরোনাম

ইভটিজিং এ বাধা দেওয়ায় মামাতো ভাইকে কুপিয়ে জখম

আবির হোসেন সজল, লালমনিরহাট :

গত (২৬ জুন) রংপুর নগরীর রাধাবল্লব ভূমি অফিস রোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়, রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেবুন আক্তার জুই (১৭)কে সন্ধা ৭ টায় ভাই রায়হান সহ রাধা বল্লভ ভূমি অফিসের সামন দিয়ে যাওয়ার পথে ইভটিজিং এর শিকার হয় ।

এতে মামাতো ভাই রায়হান বাধা দেওয়ায় তাদের মধ্যে বাগদ্বিন্দ্বের সৃষ্টি হলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হলে।

এতেই পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যা ৮ টায় মামাতো ভাই রায়হান বিকাশের টাকা উত্তোলন করতে যাওয়ায় এক পর্যায়ে দুর্বৃত্তরা পার্শ্ববর্তী একটি

সেলুন থেকে ধারালো খুর নিয়ে এসে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে এসময়ে রায়হানকে বাঁচানো চেষ্টা করলে বন্ধু অনুরুদ্ধ সাফল্য কে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

 

দুর্বৃত্তরা হলেন নগরীর রাধাবল্লভ এলাকায় ( ১) মোঃ আবির (২২)
পিতাঃ একে আজাদ গ্রাম রাধাবল্লভ থানাঃ কোতয়ালী, মহানগর, রংপুর।

(২) মোঃ সুমন পিতা অজ্ঞতা গ্রামঃ রাধাবল্লভ
থানাঃ কোতয়ালী, মহানগর, রংপুর।

(৩) মোঃ জিয়ন (২৫) পিতা অজ্ঞতা গ্রামঃ দলগ্রাম থানা কালিগঞ্জ জেলা লালমনিরহাট

পরে স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এবিষয়ে রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ হোসেন আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমাদেরকে জানান ইতিমধ্যে মামলা তদন্ত সাপেক্ষে আমলে নেওয়া হয়েছে। অতি দূরত্ব আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
এবং অপরাধী যতই শক্তিশালী হোক ছাড় দেওয়া হবে না।

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x