রাহাত মামুন
চট্টগ্রাম (রাঙ্গুনিয়া) সংবাদদাতা
এক মাসের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম রাঙ্গুনিয়া হোসনাবাদ ইউনিয়নের মোহাম্মদ ইসমাইল হোসেন (৪০) নামে আরো এক যুবক নিহত হয়েছেন। নিহত ইসমাইল উপজেলার হোসনাবাদ নিশ্চিন্তাপুর এলাকার আবুল হোসেনের পুত্র। তার সংসারে স্ত্রী ১ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে। গত ২১ জুন উপজেলার মরিয়মনগরের ইকবাল হোসেন ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল।
শনিবার (১৬ জুলাই) ওমানের স্থানীয় সময় রাত সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ওমান প্রবাসী এমরান হোসেন জানান, ওমানের সুইক এলাকায় স্থানীয় সময় রাত সাড়ে ৯ টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুত্বর আহত হন। পরে পথচারীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, ইসমাইল পরিবারের ৪ ভাইয়ের মধ্যে তৃতীয়। তিনি ছুটি কাটিয়ে ওমানে ফেরত গিয়েছেন। তিনি ওমানের কাবুরা সানাইয়া এলাকায় ব্যবসা করতেন। ঘটনার দিন খাবার নিয়ে আসার সময় হঠাৎ দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি মারা যান।
নিহতের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানায় পরিবার।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের ওমানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইকবাল হোসেন (৩২) নামে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার আরো এক যুবকের মৃত্যু হয়েছিল। গত (২১ জুন মঙ্গলবার) ওমানের স্থানীয় সময় রাত ১০টায় সড়ক পারাপার হতে গিয়ে একই রকম দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইকবাল হোসেন উপজেলার ৪ নম্বর মরিয়মনগর ইউনিয়নের পাঁচবাড়ি গ্রামের আবুল কালামের পুত্র।