Friday , 3 May 2024
শিরোনাম

কাতারে নতুন কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে কাতার প্রবাসী বাংলাদেশী তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে রিলাক্স জিম ও স্পা চালু

কাতারে নতুন কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে কাতার প্রবাসী বাংলাদেশী তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে রিলাক্স জিম ও স্পা চালু হয়েছে৷ সোমবার সন্ধ্যায় কাতারের রাজধানীর দোহার রামাদা উইন্ডহাম দোহা এনকোর হোটেলে ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন কাতারে স্পন্সর ওয়াইদা আলী ও আ আলী- কাবি – হালিমা হারদৌ, নুরুল আলম, আমিন মিয়া মোঃ হেলাল উদ্দিন, নুরুন্নবী৷ এ সময় আগত অতিথি ও বিদেশীরা জিম সেন্টার ঘুরে দেখেন এবং বাংলাদেশী উদ্যোক্তাদের ভূইসী প্রশংসা করেন ৷ বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, রুবেল, বাবুল গাজী, ফারহানা ইসলাম আনিতা, কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ইএম আকাশ, ফখরুল ইসলাম প্রমুখ৷ এসময় কাতারি নাগরিক বাংলাদেশের নাগরিক ছাড়াও, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, তনুসিয়া, মরক্কো, ইজিপশিয়ান, নেপাল, ভারত, পাকিস্তান, ইউরোপের বিভিন্ন দেশের অতিথিরা উপস্থিত ছিলেন৷

Check Also

রিয়াদে প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত

আরিফুল ইসলাম, সৌদি আরব প্রতিনিধি।। রিয়াদের উত্তর হারায় কয়েক হাজার প্রবাসী দর্শকের উপস্থিতিতে ৭তম প্রিমিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x