Monday , 13 May 2024
শিরোনাম

কিশোরগঞ্জে মানি লন্ডাারিং প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর আয়োজনে লিড ব্যাংক পদ্ধতিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নেতৃত্বে কিশোরগঞ্জ জেলায় কর্মরত সকল তফসিলী ব্যাংকের মনোনীত কর্মকর্তাদের অংশগ্রহণে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি কিশোরগঞ্জ জেলা শহরস্থ একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ক্যামেলকো তাহের আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিএফআইইউ-এর ডেপুটি হেড ও নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিএফআইইউ এর যুগ্ম পরিচালক মোহাম্মদ মঈন উদ্দিন ও মোঃ মোশাররফ হোসেন এবং উপ-পরিচালক মোঃ তরিকুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এক্সিকিউভ ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি ক্যামেলকো মুহাম্মদ গোলাম রাব্বানী এবং ভাইস প্রেসিডেন্ট শোয়াইব আহমদ।

Check Also

এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ১০.২২ শতাংশ

গত এপ্রিল মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৩৫ বেসিস পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ শতাংশ। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x