Tuesday , 7 May 2024
শিরোনাম

কুমিল্লায় পিকআপ ভর্তি ফেনসিডিল নিয়ে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লার চান্দিনায় পিকআপভর্তি ফেনসিডিলসহ পৌর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মনির প্রকাশ মনিরসহ (৩৬) দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার বেলাশহর পালকি সিনেমা হল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মনির প্রকাশ উপজেলা সদরের মহারং এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। তিনি চান্দিনা পৌর আওয়ামী লীগ সদস্য ও পৌর যুবলীগের সাবেক সহ-সভাপতি। অপরজন দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে জহির (২৩)।

চান্দিনা পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল জলিল জানান, যারা মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান জানান, কুমিল্লা সীমান্ত এলাকা থেকে পিকআপভ্যানে করে মাদক পরিবহন করার সময় শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৭৯ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি পিকআপভ্যান আটক করা হয়। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Check Also

বুধবার যেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের দিন আগামী ৮ মে (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x