Friday , 3 May 2024
শিরোনাম

খোকসায় তথ্য আপার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়া খোকসা উপজেলা তথ্য আপা জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা তথ্য আপা উম্মে কানিজ ফাতেমা বৃষ্টি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক ও সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি হুইপ মনজিল আলম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবী আক্তার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান।

নারীদের স্বাবলম্বী ও কর্মসংস্থানের লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর অফিসের তথ্য আপা কর্তৃক প্রকল্প ২য় পর্যায়ে বিশেষ উঠান বৈঠকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শতাধিক নারী ও কিশোরী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিপন বিশ্বাস বলেন, নারী উন্নয়নে বর্তান সরকার নানাবিধ কর্মসূচী গ্রহন করায় দেশের উন্নয়ন এগিয়ে আসছে।

আপনাদের জন্য তথ্য আপার সহযোগিতা নিয়ে নারীর স্বাবলম্বী হতে হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আজকের উঠান বৈঠকে আপনারাই আগামীর উন্নত বিশ্বের ধারক বাহক।

আপনারা নারীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত বিশ্বের চালক হতে যা করনিয় তা করার জন্য নিজেকে প্রস্তুত করুণ।
বল্যবিবাহ রোধ করে সন্তানদের কে সুশিক্ষায় শিক্ষিত করতে আপনারা চেষ্টা করুণ।
অর্থনিতীর চালিকা শক্তি দৃঢ় করতে নারীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে।
আপনাদের সহযোগিতায় খোকসাকে বল্যবিবাহ মুক্ত করব। আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা তথ্য আপা উম্মে কানিজ ফাতেমা বৃষ্টি সভাপতির বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x