Friday , 3 May 2024
শিরোনাম

খোকসায় বালুর ট্রাকের চাপায় আনসার সদস্যের মৃত্যু

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
খোকসায় লাটাহাম্বা ও বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের দশকাহুনিয়স গ্রামের অবৈধ বালি ভর্তি লাটাহাম্বা ও বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনসার সদস্য উজ্জল শেখ (৪২) ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে। খোকসা জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় দশকাহুনিয়া গ্রামের সড়কে এ ঘটনা ঘটেছে।
মৃত্যু আনসার সদস্য মোঃ উজ্জল শেখ (৪২), পিতা মোঃ দলিল উদ্দিন শেখ। গ্রাম – চতুরিয়া
ডাকঘর -মাশালিয়া। থানা -শ্রীপুর, জেলা মাগুরা।
আনসার সদস্য আইডি নং -৪২৯৮৫।
সে খোকসা জানিপুর ইউনিয়নের একতারপুর সোনালী ব্যাংক শাখায় আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। মৃত উজ্জল শেখ তিন কন্যার জনক ছিলেন।

বর্তমানে তাঁর মরদেহ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মর্গে রাখা আছে।
তবে অবৈধ বালু ভত্তি লাটাহাম্বা চালক পালিয়ে গেছে বলো জানাগেছে। তবে ঘাতক গাড়িটি ইউেপি চেয়ারম্যানের জিম্মায় রয়েছে বলে জানান খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x