Friday , 26 April 2024
শিরোনাম

গফরগাওঁ কলেজ শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নবীনগর কলেজে কর্মবিরতি ও মানববন্ধন

শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর সরকারি কলেজে ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার (শিক্ষক) কর্মকর্তাগণের উপর সন্ত্রাসী হামলা, লাঞ্ছনা ও কটুক্তির প্রতিবাদে রবিবার (১২ জুন) সকাল ১১টা থেকে ১ ঘন্টার কর্মবিরতি ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, নবীনগর সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, নবীনগর সরকারি কলেজ ইউনিটের সম্পাদক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু তাহের মোল্লার সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সহকারী অধ্যাপক ড. একে এম ফজলে রাব্বি, নবীনগর সরকারি কলেজ ইউনিটের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আহসান পারভেজ, যুগ্ম সম্পাদক প্রভাষক সুব্রত চন্দ্র সরকার।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুস সোবহান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এ কে এম রাশেদুল হক, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহিম খলিল, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আশরাফুল আজিজ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নবীনগর সরকারি কলেজ ইউনিটের কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে বক্তাগণ গফরগাঁও সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দোষীদের শাস্তি ও কর্মস্থলের নিরাপত্তার জোর দাবি জানান।

Check Also

বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান শেখ হাসিনা প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কে বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের হাসপাতাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x