Wednesday , 8 May 2024
শিরোনাম

গৌরীপুরে মোবাইল কোর্টে হেরোইনসহ একজন আটক,নিয়মিত মামলা দায়ের

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহে গৌরীপুরে ০১ আগস্ট (সোমবার) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে হেরোইন সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ/ক্রয়-বিক্রয় করার অপরাধে ০১ জনকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলা পৌরসভাধীন বাড়িওয়ালাপাড়া এলাকার মৃত মোঃ হাবিবুল ইসলামের পুত্র মোঃ সাইদুল ইসলাম রনি (৩০) কে তার নিজ দখলীয় বাসা হতে ৮০ গ্রাম হেরোইনসহ হেরোইন সেবনরত অবস্থায় আটক করা হয়।বাচ্চার খেলনার সাথে স্কচ টেপে মোড়ানো অবস্থায় এই হেরোইন উদ্ধার করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, হাসান মারুফ।তিনি জানান,মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।সার্বিক সহায়তা ছিলেন গৌরীপুর থানার সাব-ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম ও তার চৌকশ টীম।তিনি জানান, বাড়িওয়ালাপাড়া জনৈক হাবিবুল ইসলামের ঘরে মাদক সেবন চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।নিয়মিত মামলা দায়েরের জন্য প্রক্রিয়া চলমান আছে।প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করার নির্দেশ প্রদান করা হয়।
সূত্র জানায়,রনির বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা রয়েছে দুইটি এবং মাদকের একাধিক মামলায় সে জামিনে রয়েছে। উল্লেখ্য যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর বিধান মতে ২৫ গ্রামের উপর হেরোইন রাখার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড।যে কারণে তা মোবাইল কোর্টে বিচার্য্য নয়

Check Also

১৩৯ উপজেলায় আজ ভোট, ইসির যত প্রস্তুতি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ বুধবার (৮ মে) অনুষ্ঠিত হবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x